ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে | ব্রুনাই কাজের বেতন কত

ব্রুনাই এশিয়া মহাদেশের একটি মুসলিম দেশ। এদেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকার কারণে অনেকেই ব্রুনাই যাতে আগ্রহী। ব্রুনাই যাওয়ার পূর্বে ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে তা জানা দরকার। 

কেননা ব্রুনাই যাওয়ার জন্য নির্দিষ্ট বয়স-সীমা রয়েছে। আপনার বয়স যদি কম-বেশি হয় তাহলে ব্রুনাই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তাই এদেশে যাওয়া আগ্রহী প্রার্থীকে ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে এ সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। 

এর পাশাপাশি ব্রুনাই ভিসা পাওয়ার উপায়, ব্রুনাই যেতে কত টাকা লাগে ও ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি এসব জানা থাকলে কেউ আপনাকে ব্রুনাই ভিসা নিয়ে প্রতারিত করতে পারবে না। 

ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে ২০২৫

ব্রুনাই যেতে আবেদনকারীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। অর্থাৎ, ব্রুনাই যাওয়ার জন্য একজন আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। আবার ব্রুনাই যাওয়ার জন্য একজন আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছর লাগবে। 

তবে ব্রুনাই ভিজিট বা টুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়স সীমার কোন নিয়ম কানুন নেই। যেকোনো বয়সের ব্যক্তি ভিজিট বা টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে পারবে। 

ব্রুনাই ভিসা পাওয়ার উপায়

বাংলাদেশ থেকে আপনি দুইভাবে ব্রুনাই যেতে পারবেন। প্রথমত সরকারিভাবে দ্বিতীয়ত বেসরকারি পাবেন। সরকারিভাবে বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার খরচ অনেকটাই কম।

এই কারণে বেশিরভাগ মানুষ সরকারিভাবে বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে আগ্রহী। বাংলাদেশ থেকে সরকারিভাবে ব্রুনাই যাওয়ার জন্য প্রথমত আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাই ভিসার জন্য আবেদন করতে হবে। 

তারপর প্রয়োজনীয় কাগজপত্র ভিসা এজেন্সিতে জমা করে রাখতে হবে। অতঃপর ব্রুনাই পররাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনাকে ভিসার জন্য সিলেক্ট করে তাহলেই আপনি সরকারিভাবে ব্রুনাই যেতে পারবেন। 

ব্রুনাই যেতে কত টাকা লাগে?

বর্তমানে ব্রুনাই যেতে সর্বনিম্ন ২ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লাগে। অর্থাৎ, বর্তমানে ব্রুনাই ভিসার দাম ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা। 

কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লাগবে। এছাড়া দালালের মাধ্যমে ব্রুনাই যাওয়ার খরচ প্রায় ১২ লক্ষ টাকা। 

বাংলাদেশ থেকে স্টাডি ভিসা ব্রুনাই যেতে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা খরচ হবে। আবার ব্রুনাই ভিজিট বা টুরিস্ট ভিসার খরচ সবমিলিয়ে ৩ লক্ষ থেকে ৩.৫ লক্ষ টাকা। 

ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি

ব্রুনাই প্রায় সব ধরনের কাজের চাহিদা রয়েছে। বিশেষ করে এদেশে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট কাজের চাহিদা অনেক বেশি। 

এছাড়া এদেশে নির্মাণ শ্রমিক, ডেলিভারি ম্যান, ড্রাইভিং, হোটেল-রেস্টুরেন্টে চাকরি, বিক্রয় প্রতিনিধি ইত্যাদি কাজের চাহিদাও অনেক বেশি।

ব্রুনাই কাজের বেতন কত? 

বর্তমানে ব্রুনাই কাজের বেতন ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া অভিজ্ঞ এবং দক্ষ কর্মী এদেশে আরো বেশি টাকা বেতন পায়। 

যেমন: যারা এদেশে ইলেকট্রিশিয়ান এবং মেকানিক্যালের কাজ করে তাদের বেতন মাসে সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা। 

এছাড়া যারা কনস্ট্রাকশন, কৃষিকাজ, ড্রাইভিং, ডেলিভারি ম্যান, হোটেল রেস্টুরেন্টে চাকরি ও বিক্রয় প্রতিনিধির কাজ করে তাদের বেতন মোটামুটি ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। 

ব্রুনাই কাজের ভিসা কি বাংলাদেশ থেকে এবে লেভেল পাওয়া যায়? 

ব্রুনাই কাজের ভিসা বাংলাদেশ থেকে এবে লেভেল পাওয়া যায় না। আপনি ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ব্রুনাই যেতে পারবেন না। 

এজন্য আপনাকে প্রথমে ব্রুনাই ভিসার জন্য আবেদন করতে হবে। তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ব্রুনাই যেতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *