তথ্যপ্রযুক্তির এই যুগে এখন আর ভিসা চেক করতে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে না। এখন ঘরে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন খুব সহজেই।
বর্তমান বাংলাদেশে ভিসা নিয়ে প্রতিদিন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এ কারণে ভিসা হাতে পাওয়ার পর তা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। আগের দিনে ভিসা চেক করতে ভিসা অফিসে দীর্ঘ লাইন ধরতে হতো।
কিন্তু প্রযুক্তির সুবাদে এখন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন মাত্র ১ মিনিটে। কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সকল দেশের ভিসা চেক করতে হয় তা জানুন আজকের আর্টিকেল থেকে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
ভিসা হাতে পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে ভিসা বৈধ না অবৈধ তা চেক করা। এখন আর ভিসা আসল না নকল তা চেক করতে অন্য কোথাও যেতে হবে না। নিজের মোবাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। তারপরে সার্চ বক্সে যে দেশের ভিসা চেক করতে চাচ্ছেন সেই দেশের নামের সাথে visa check লিখুন। উদাহরণস্বরূপ: Malaysia visa check। লিখে সার্চ করুন।
এরপরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন। এখন আপনার পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য তথ্য প্রদান করবেন।
ব্যাস, এভাবে আপনি যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে মাত্র ১ মিনিটে।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক
- মালয়েশিয়া ভিসা চেক করতে ভিজিট করুন https://eservices.imi.gov এই ওয়েবসাইটে;
- No Passport এই ঘরে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন;
- Warganegara থেকে Bangladesh সিলেক্ট করুন;
- অতঃপর Carian লেখায় ক্লিক করুন।
আপনার পাসপোর্ট নাম্বার যদি সঠিক থাকে তাহলে মালয়েশিয়া ভিসা আসল না নকল তা দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
- কাতারের ভিসা চেক করতে প্রথমেই ভিজিট করুন https://portal.moi.gov;
- তারপরে Inquiries অপশনে ক্লিক করুন;
- এবার Visa Service এই মেন্যুতে প্রবেশ করুন;
- এখন Visa Inquiry & Printing এই অপশনে যাবেন;
- এরপরে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন;
- Bangladesh সিলেক্ট করুন;
- সাবমিট বাটনে ক্লিক করুন।
উপরে দেওয়া আপনার পাসপোর্ট নাম্বার যদি সঠিক থাকে তাহলে কাতারের ভিসা হয়েছে কিনা তা দেখতে পারবেন খুব সহজে। এছাড়া আপনার কাতারের ভিসা আসল না নকল তা চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন https://visa.mofa.gov;
- তারপর সরাসরি মেন্যু অপশন হতে English সিলেক্ট করবেন;
- Passport Number এই ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন;
- Current Nationality হতে Bangladesh সিলেক্ট করুন;
- Visa Type হতে ভিসার ক্যাটাগরি সিলেক্ট করুন;
- Visa Issuing Authority এই ঘরে Dhaka সিলেক্ট করুন;
- ক্যাপচা কোড পূরণ করে Search অপশনে ক্লিক করুন।
সার্চ অপশনে ক্লিক করার পরে যদি আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা এবং অন্যান্য তথ্য চলে আসে তাহলে বুঝতে হবে আপনার ভিসাটি আসল।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে প্রথমেই ভিজিট করুন https://smartservices.icp.gov;
- এবার Search By অপশন হতে Passport Information সিলেক্ট করুন;
- এখন Select the Type থেকে Visa সিলেক্ট করুন;
- Passport No এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিন;
- Passport Expire Date এর ঘরে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন;
- Nationality এর ঘরে বাংলাদেশ সিলেক্ট করুন;
- ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে পরবর্তী পেজে আপনার নাম, জন্মতারিখ, ভিসার নাম্বার এবং অন্যান্য তথ্য চলে আসবে।