উজবেকিস্তান ভিসা চেক | Uzbekistan visa check 2025

উজবেকিস্তান এশিয়া মহাদেশের একটি উন্নত দেশ। এদেশে যেতে আগ্রহীদের ভিসায় আবেদন করার পাশাপাশি উজবেকিস্তান ভিসা চেক করার নিয়ম জানতে হবে। 

কারণ বর্তমানে উজবেকিস্তান কাজের ভিসা নিয়ে কিছু দালাল চক্র সাধারণ মানুষকে প্রতারিত করছে। তাই উজবেকিস্তান ভিসা চেক করার নিয়ম জানা থাকলে কেউ আপনাকে আর ভিসা নিয়ে প্রতারিত করতে পারবে না। 

তাই যারা বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে উজবেকিস্তান যেতে আগ্রহী তারা Uzbekistan visa check করার মাধ্যমে জেনে নিন ভিসা আসল না নকল। 

উজবেকিস্তান ভিসা চেক ২০২৫ 

  • সর্বপ্রথম https://e-visa.gov.uz/status ওয়েবসাইটে প্রবেশ করুন;
  • তারপরে Application status লেখাতে ক্লিক করুন; 
  • Enter the application code এই ঘরে আপনার আবেদনের কোড লিখুন;
  • Enter text from image এই ঘরে নিচের ক্যাপচা পূরন করুন;
  • সবশেষে Check status অপশনে ক্লিক করুন।  ‌ 

আপনার দেওয়া তথ্য যদি সঠিক থাকে তাহলে উজবেকিস্তান ভিসা আসল না নকল তা সহজে জানতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে উজবেকিস্তান ভিসা চেক

পাসপোর্ট ও ভিসা নাম্বার দিয়ে সহজেই উজবেকিস্তান ভিসা হয়েছে কিনা চেক করতে পারবেন। নিচে ধাপে ধাপে পাসপোর্ট নাম্বার দিয়ে উজবেকিস্তান ভিসা চেকিং করার পদ্ধতি বর্ণনা করা হল: 

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ 

ঘরে বসে Uzbekistan visa check করতে https://e-visa.gov.uz/status ওয়েবসাইটে প্রবেশ করুন। 

উজবেকিস্তান ভিসা চেক | Uzbekistan visa check 2025

ধাপ ২: পাসপোর্ট ও ভিসা নাম্বার সিলেক্ট করুন 

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে সরাসরি Status by passport and visa number অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে উপরের ছবির মত অপশন থাকবে। 

উজবেকিস্তান ভিসা চেক | Uzbekistan visa check 2025

ধাপ ৩: পাসপোর্ট ও ভিসা নাম্বার দিন 

  • Passport series and number এই ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিন; 
  • Visa number এই ঘরে আপনার ভিসার নাম্বার দিবেন; 
  • নিচের ক্যাপচার পূরণ করুন; 
  • সবশেষে Check status অপশনে ক্লিক করুন। 

Check status বাটনে ক্লিক করার পরে যদি আপনার নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য শো করে তাহলে বুঝবেন আপনার ভিসাটি আসল। 

উজবেকিস্তান কাজের ভিসা চেক করার নিয়ম 

উজবেকিস্তান কাজের ভিসা চেক করার জন্য প্রথমেই……… 

  • ভিজিট করুন https://e-visa.gov.uz/status; 
  • Status by passport and visa number এই অপশনে ক্লিক করুন;
  • Passport series and number পাসপোর্ট নাম্বার লিখুন;
  • Visa number এই ঘরে ভিসার নাম্বার দিন; 
  • ক্যাপচা পূরণ করুন; 
  • অতঃপর Check status অপশনে ক্লিক করেন। 

ব্যাস, এভাবেই আপনি খুব সহজে ঘরে বসে মাত্র ১ মিনিটে উজবেকিস্তান কাজের ভিসা চেক করতে পারবেন। 

উজবেকিস্তান ভিসা পেতে কতদিন লাগে?

উজবেকিস্তান ভিসায় আবেদন করার পরে দিনের পর দিন অপেক্ষা করতে হয় কবে ভিসা হাতে পাব। সাধারণত উজবেকিস্তান ভিসা হাতে পেতে ১৫ দিন থেকে ২১ দিন পর্যন্ত সময় লাগে। 

তবে কখনো কখনো কাগজপত্রের জটিলতার কারণে উজবেকিস্তান ভিসা হাতে পেতে ১ মাস থেকে ২ মাস পর্যন্ত সময় লেগে যায়। 

উজবেকিস্তানে ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে?

সাধারণত উজবেকিস্তানে ওয়ার্ক পারমিট পেতে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু আবার কখনো কখনো ভিসা প্রসেসিং হতে ৩০ দিন পর্যন্ত সময় লেগে যায়। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *